About Us
সাল ১৯৬২।
নেতাজী সংঘের আবির্ভাব।
চলচিত্র জগতের জনপ্রিয় অভিনেতা শ্রী মিঠুন চক্রবর্তীর হাত ধরে উদ্বোধন হয় এই ক্লাবের প্রথম ভবন। সালটা ১৯৯৭ এর ২২ শে জানুয়ারি।
২০১৪ সালের ১৮ ই ডিসেম্বর,নেতাজী সংঘের ইতিহাসে আরো এক অহংকারের দিন, সেদিনই শচীন টেন্ডুলকার উদ্বোধন করেন ক্লাবের দ্বিতীয় ভবনটি।
সামাজিক কর্মসূচী , কালীপূজা ও খেলাধুলার জন্যে আজ নেতাজী সংঘ শুধু রাজারহাট,নিউটাউন নয় ,এটি পশ্চিমবঙ্গের অন্যতম ক্লাব।
রবীন্দ্র সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র এই ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। যা বাংলার একমাত্র বৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র যেখানে প্রতিদিন প্রায় ১২০০ জনের প্রশিক্ষণ করা হয় ।
এছাড়াও রয়েছে মাল্টিজিম,লাইব্রেরি,কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
খেলাধুলাতেও নেতাজী সংঘ তার ছাপ ফেলতে শুরু করেছে কলকাতার মাঠে । ফলস্বরূপ নেতাজী সংঘ রাজারহাট ও নিউটাউনের এক মাত্র ভলিবল টিম যারা প্রথম ডিভিশন খেলার স্বীকৃতি পেয়েছে। এছাড়াও ক্রিকেট ও ফুটবুল টিম পেয়েছে ইউ.এস. ডব্লিউ তে চ্যাম্পিয়নের খেতাব।